১. সিদ্ধেশ্বরী সোসাইটির মূল উদ্দেশ্য হচ্ছে সোসাইটির সকল সদস্যদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা ও ভাবের আদান-প্রদানের মাধ্যমে পরষ্পরকে পরষ্পরের সহিত ঘনিষ্ঠতর করিয়া তোলা। ২. ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চাঁদাবাজি, চুরি, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাং ও রাহাজানি ইত্যাদি প্রতিরোধ করা। ৩. বিভিন্ন সময় সরকার/রাজউক/তিতাসগ্যাস/ডেসকো/ওয়াসা/থানা/ঢাকা সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। ৪. সোসাইটি এলাকার স্কুল কলেজের সুষ্ঠু পরিচালনা, পড়াশোনা ইত্যাদি সর্বপ্রকার কাজে উপদেশ, সহায়তা দান এবং প্রয়োজনবোধে অত্যাধুনিক করা। ৫. অত্র সোসাইটির আওতাভুক্ত এলাকায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করা। ৬. অননুমোদিত বসবাস রহিত করা। ৭. সোসাইটির রাস্তার ফুটপাতে বা যেখানে সেখানে বা এর আশেপাশে কোন অননুমোদিত দোকান/টং/বানিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা যা সোসাইটির অধিবাসীগনের দূর্ভোগের কারণ ঘটায়, আইনানুগভাবে তাহার প্রতিরোধ করা। ৮. নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতায় সমাধান করা। ৯. সোসাইটি কোন ক্রমেই কোনরূপ রাজনৈতিক ব্যক্তি বা দলকে সহযোগিতা বা সমথন করিবে না, সর্বোতভাবে ইহা অরাজনৈতিক ও কল্যাণমূলক সংগঠন হিসেবে পরিগনিত হইবে। ১০. সামাজিক অবক্ষয়রোধকল্পে এলাকাবাসীর নৈতিক চরিত্র গঠনে কাযকর পদক্ষেপ গ্রহণ করিবে। ১১. ক্রীড়া, সংস্কৃতি এবং সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রমে এলাকার ক্লাবগুলোকে উৎসাহ, উপদেশ এবং সব ধরনের সহায়তা প্রদান করবে। ১২. শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশে চিত্তবিনোদন ও শিশু কল্যানমূলক কর্মসূচি গ্রহণ করা। ১৩. সোসাইটির বাৎসরিক পুনর্মিলন/সাংস্কৃতিক/ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা।
Description for this block. Use this space for describing your block. Any text will do. Description for this block. You can use this space for describing your block.
This is awesome
— Sara Parker
Description for this block. Use this space for describing your block. Any text will do. Description for this block. You can use this space for describing your block.
Donec molestie nisi iaculis sodales mollis. Nullam non tellus sed elit pulvinar digniut vel ex. Phasellus at leo sed est egestas posuere eu eget magna.